চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ওমিক্রন প্রতিরোধে ২০২২ এর মধ্যে টিকা আনবে মডার্না

করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে ২০২২ সালের মধ্যেই টিকা তৈরি করার ঘোষণা দিয়েছে মার্কিন সংস্থা মডার্না ইনক।

মডার্নার চিফ মেডিকেল অফিসার পল বার্টন ঘোষণা করেছেন, বর্তমান টিকাগুলো নতুন প্রজাতির এই করোনাভাইরাস মোকাবিলা না করতে পারলে তার উপায় বের করবে মডার্না। পরিস্থিতি যদি জটিল হয় তবে আগামী বছরের শুরুতেই নতুন ধরণের ভ্যাকসিন নিয়ে আসা হবে।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ‘পল বার্টন বলেন, ওমিক্রন ছড়িয়ে পড়ার আগে আগামী কয়েক সপ্তাহে সুরক্ষার জন্য বর্তমান ভ্যাকসিনের কার্যক্ষমতা নিয়েও আমাদের জানা প্রয়োজন। যদি আমাদের একদম নতুন ভ্যাকসিন তৈরি করতে হয় তাহলে ২০২২ সালের শুরুতে দেওয়া সম্ভব হবে। এই নতুন ভাইরাসটি ভয়ানক। তবে আমাদের কাছেও অনেক অস্ত্র রয়েছে।’

অন্যদিকে সাউথ আফ্রিকার ভাইরোলজিস্ট তুলিও দে অলিভিয়েরা সংবাদ সম্মেলন করে করোনাভাইরাসের নতুন প্রজাতি নিয়ে বলেন, ‘বৈজ্ঞানিক ভাষায় করোনা ভাইরাসের নতুন প্রজাতিটি হল, বি ১.১.৫২৯ । যা খুব উচ্চ মিউটেশন ক্ষমতা সম্পন্ন। তাই বিষয়টি সমগ্র সাউথ আফ্রিকায় উদ্বেগ বাড়িয়েছে।’

চলতি মাসের শুরুতে যেখানে সাউথ আফ্রিকায় দৈনিক করোনা আক্রান্তের গড় সংখ্যা ছিল ১০৬। সেখান থেকে বেড়ে বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১২০০-এ। যার মধ্যে বি ১.১.৫২৯  তে সংক্রমিত ২২ জন। পাশাপাশি এই ভ্যারিয়েন্ট ভ্যাকসিনকেও ফাঁকি দিতে পারে বলে আশঙ্কা গবেষকদের একাংশের। এই প্রজাতির সংক্রমণ ক্ষমতা ও মোকাবিলার উপায় খুঁজে বের করতে বৈঠকে বসেছেন বৈজ্ঞানিকরা।