চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঐশীর মামলার পর্যবেক্ষণে যা বললেন আদালত

বাবা মাকে হত্যা মামলায় ঐশীর মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। এই মামলার পর্যবেক্ষণে আদালত বলেছেন, ঐশীর বাবা-মাকে হত্যার ঘটনাটি ছিলো পূর্বপরিকল্পিত। সে আগেই পরিকল্পনা করে ঘুমের ওষুধ কিনে এনেছিলো। সেটা কফির সঙ্গে মিশিয়ে মা ও বাবাকে খাইয়ে তারপর সে তার মাকে কোপায় তারপর তার বাবাকে কোপায়। এই সব পর্যবেক্ষণ করেই মনে হয়েছে পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত।

এছাড়া ঐশীর বয়স নিয়েও একটা বিতর্ক ছিলো। হত্যাকাণ্ড ঘটানোর সময় সে নাবালিকা ছিলো বলে দাবী করা হয়। আদালত বলেন, ঐশী সেই সময় সাবালিকা ছিলো। তাই তাকে সর্বোচ্চ শাস্তিই দেওয়া হলো।

আদালতে রায় পড়ে শোনানোর সময় ঐশী পুরোই নির্বিকার ছিলেন। সে ঠাণ্ডা মাথায় রায় শোনে। এর পরও তার মধ্যে কোনো অস্থিরতা দেখা যায়নি। রায় শোনা শেষ হলে ঐশীকে প্রিজন ভ্যানে করে আবারো কারাগারে নিয়ে যাওয়া হয়।