চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঐতিহ্যের সাক্ষী মুড়াপাড়া জমিদার বাড়ি

মুড়াপাড়া জমিদার বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের মুড়াপাড়ায় অবস্থিত প্রাচীন জমিদার বাড়ি। জমিদার রামরতন ব্যানার্জী ১৮৮৯ সালে ৪০ হেক্টর জমির উপর নির্মাণ শুরু করেন। পরবর্তিতে ১৯০৯ সালে তার নাতি জগদীশচন্দ্র ব্যানার্জী এই ভবনের নির্মাণ কাজ শেষ করেন। স্থানীয়দের ভাষায় মঠেরঘাট জমিদার বাড়ি নামে পরিচিত। জমিদার বাড়িতে রয়েছে শতাধিক কক্ষ এবং প্রায় সবগুলোতেই পাওয়া যাবে কারুকার্যের ছোঁয়া। এতে রয়েছে কাছারিঘর, অতিথিশালা, নাচঘর, পূজামণ্ডপ, বৈঠকখানা, ভাঁড়ারসহ বিভিন্ন কক্ষ। জমিদার বাড়ির প্রাঙ্গণে রয়েছে বিশাল মাঠ, বাড়ির সামনে ও পেছনে পুকুর এবং প্রধান সড়কের পাশে রয়েছে পুরনো মন্দির। বর্তমানে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের কার্যতক্রম চলছে।