চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঐচ্ছিক অনুশীলনেও একনিষ্ঠ বাংলাদেশ

কলম্বো, শ্রীলংকা থেকে: পি সারায় শততম টেস্ট জয়ের স্মৃতি নিয়ে শ্রীলংকার প্রধান ক্রিকেট ভেন্যু সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ‘টিম-টাইগার্স’ ঐচ্ছিক অনুশীলন করেছে।

শ্রীলঙ্কার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে শনিবারের সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য শুরু টাইগারদের প্রস্তুতি। তাইতো বেশ কয়েকঘণ্টা একনিষ্ঠ অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে তাদের।

ঐচ্ছিক অনুশীলনের দিন অধিনায়ক মাশরাফি, তামিম, সাকিব, মিরাজ ও সাব্বিরসহ অধিকাংশ তারকাকে রাখা হয়েছে বিশ্রামে। যারা মাঠে এসেছিলেন, তাদের সবাই ছিলেন সিরিয়াস।

কাটার মাস্টার মোস্তাফিজকে ছন্দে ফেরাতে  টিম-ম্যানেজমেন্ট নিয়েছে বাড়তি উদ্যোগ।

২০১৬ সালে টেস্ট ম্যাচ আয়োজন করা  হলেও সিংহলিজে ২০১১ সালের পর এটাই প্রথম আন্তর্জাতিক ওয়ানডে। এই মাঠের সঙ্গে টাইগারদের পরিচিতিও কম নয়।

দশ ওয়ানডের মধ্যে হংকংয়ের বিপক্ষে ২০০৪ সালে এশিয়া কাপে একমাত্র জয়  টাইগারদের।

এবার সাফল্যের নতুন পরিসংখ্যানের সন্ধানে কোচ হাথুরুসিংহে ও তার দল।