চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এ মাসেই করোনা ভ্যাকসিনের ট্রায়ালে সাউথ কোরিয়া

চলতি মাসেই মহামারি করোনাভাইরাসের  ভ্যাকসিনের প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালে যাওয়ার ঘোষণা দিয়েছে সাউথ কোরিয়া।

ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইন্সটিটিউট ও সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি যৌথভাবে ইনোভাইস ফার্মাসিটিক্যালের ইনো-৪৮০০ ভ্যাকসিনটির প্রথম ও দ্বিতীয় ট্রায়ালে যাবে।

বৃহস্পতিবার সকালে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর শেষে এ তথ্য জানানো হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র,  চীন, যুক্তরাজ্যে ও জার্মানির পর সাউথ করিয়া প্রথম দেশ হিসেবে কোভিড-১৯ এর ভ্যাকসিনের পরীক্ষা চালাতে যাচ্ছে।

ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইন্সটিটিউটের মহাপরিচালক ডা. জেরমি কিম বলেন, জরুরি প্রয়োজনের ক্ষেত্রে ভ্যাকসিন উন্নয়নে ট্রায়ালে কিছু মারাত্মক পদক্ষেপ  নিতে হয়। এই ভ্যাকসিন তৈরির গবেষণায় নিজেদের উৎসর্গ করেছে সিউল ভিত্তিক একটি আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান।

যৌথভাবে চালানো ওই ট্রায়াল দুই স্তরে হবে। প্রথমে ১৯-৫০ বছরের মধ্যে ৪০ জন প্রাপ্ত বয়স্কদের উপর প্রয়োগ করা হবে। এরপরে ১৯ থেকে ৬৪ বছরের মধ্যে থাকা ১২০ জনকে এ ভ্যাকসিন দেয়া হবে।

ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইন্সটিটিউটের পক্ষ থেকে বলা হয়েছে, এই ভ্যাকসিনের প্রথমধাপের ট্রায়ালের ফলাফল সেপ্টেম্বরের শুরুতে পাওয়া যাবে।