চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এ আর রহমানের এই গানগুলো শুনেছেন?

সুরের এক বিস্ময়কর জাদুকরের নাম এ আর রহমান। আজ ৬ জানুয়ারি ভারতীয় এ সঙ্গীতশিল্পী  ৫২ পেরিয়ে ৫৩ বছরে পা দিলেন।

পারিবারিক সূত্রে তার নাম ছিল এ এস দিলীপ কুমার। ধর্মান্তরের পর নাম রাখা হয় আল্লাহ রাখা রহমান, যা সংক্ষেপে এ আর রহমান।

১৯৯২ সালে তামিল ছবি ‘রোজা’র মধ্য দিয়ে সংগীত জগতে আবির্ভাব হয়েছিল জনপ্রিয় এই সংগীত পরিচালকের। ক্যারিয়ারের শুরু থেকেই তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। বলিউড ও আন্তর্জাতিক সিনেমায় কাজ করার মাধ্যমে তিনি বিশ্বের সর্বকালের সবচেয়ে বেশি বিক্রীত হওয়া রেকর্ডিং আর্টিস্টদের মধ্যে একজন হয়ে ওঠেন।

বলিউডে এ আর রহমানের বহু গান জনপ্রিয়। তবে কিছু গান জনপ্রিয় হতে পারেনি। তবে কিছুটা আড়ালে থাকা এসব গানের মাধুর্যও কোনো অংশেই কম নয়। এ আর রহমানের অন্য গানগুলোর মতোই শৈল্পিক সৌন্দর্যে ভরপুর এই গানগুলো অনেকেরই হয়তো শোনা হয়নি।

ফির সে উড় চালা: রকস্টার ছবির ‘জো ভি ম্যায়’, ‘কুন ফায়া’ এবং ‘নাদান পারিন্দে’ খুব জনপ্রিয়তা পেলেও ‘ফির সে উড় চালা’ গানটি তেমন জনপ্রিয়তা পায়নি। কিন্তু মোহিত চৌহানের গাওয়া এই কাশ্মীরি ফোক মিউজিকটি মন ছুঁয়ে যাওয়ার মতো।


সফরনামা: তামাশা ছবিতে ‘মটরগাসটি’, ‘আগার তুম সাথ হো’ এই দুটি গান খুব জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু লাকি আলির গাওয়া দারুণ একটি গান ‘সফরনামা’ কিছুটা আড়ালেই রয়ে গেছে।

তু চালে: ভিক্রম অভিনীত ‘আই’ ছবির হিন্দি ভার্সন অনেক বড় হিট হলেও ‘তু চালে’ গানটি অনেকেরই শোনা হয়নি।

সচীন সচীন: আপনি যদি সচীন টেন্ডুলকারের অনেক বড় ভক্ত হয়ে থাকেন, তাহলে এই গানটি অবশ্যই শোনা উচিত।

সুহা সাহা: আলিয়া ভাট এর হাই ওয়ে ছবির গান ‘সুহা সাহা’ কোনো অংশেই ‘পাটাকা গুড্ডি’ এবং ‘মাহি ভে’ থেকে কম নয়।