চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এসি মিলানের ‘পাওয়ার হাউস’কে ন্যু ক্যাম্পে চান জাভি

বার্সা তারকা সার্জিও বুস্কেটস ক্যারিয়ারের গোধূলি লগ্নে অবস্থান করায় বিকল্প ভাবতে হচ্ছে জাভি হার্নান্দেজকে। বুস্কেটসের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে সবাইকে ছাড়িয়ে গেছেন এসি মিলান মধ্যমাঠের ‘পাওয়ার হাউস’ খ্যাত ফ্রাঙ্ক কেসি। আসছে দলবদলে ৬.৫ মিলিয়ন বার্ষিক পারিশ্রমিকে তাকে ন্যু ক্যাম্পে যুক্ত করতে সম্মত হয়েছে জাভি।

আটলান্টা থেকে এসি মিলানে পাড়ি জমিয়ে নিজেকে সমৃদ্ধ করেছেন ২৫ বর্ষী মিডফিল্ডার। মধ্য মাঠে মিলানের আস্থার নাম কেসি। জুলাই ২০১৯-এ এসি মিলানে যোগ দিয়ে নিজেকে ছাড়িয়ে গেছেন কেসি। পরিচিত পেয়েছেন মিলানের পাওয়ার হাউস হিসেবে।

সিরি আ শিরোপা জয়ের পথে অন্যতম ফেভারিট মিলান। যেখানে কেসির ভুমিকা অনন্য। যেখানে ৬ গোল করার পাশাপাশি ২৬টি অ্যাসিস্ট করে শীর্ষ ক্লাবগুলোর নজর কেড়েছেন। মিলানের সাথে চলমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে দলে টানতে প্রাথমিক আলাপ সেরে রেখেছে জাভি। যেখানে কেসিকে ৬.৫ মিলিয়ন ইউরো প্রস্তাব করা হয়েছে।

বার্সায় তাকে আপাতত রিকি পুইগের জায়গায় খেলাতে চাই জাভি। তবে পরবর্তীতে বুস্কেটসের জায়গা নেওয়ার সম্ভাবনা রয়েছে আইভেরি কোস্টের এই তারকার। অন্যদিকে পুইগ রয়েছেন নাপোলির চাহিদা তালিকার শীর্ষে।

স্বনামধন্য ইতালীয় ক্রীড়া সাংবাদিক জিয়ানলুকা ডি মার্জিওর মতে আসছে দলবদলে ফ্রিতে ৬.৫ মিলিয়ন ইউরোতে কেসিকে দলে টানতে চুক্তির অনেক দূর এগিয়েছে বার্সা। কেসিও চান জাভির অধীনে নিজেকে আরো সমৃদ্ধ করতে।