চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এসএসসিতে পাসের হারে এবারও মেয়েরা এগিয়ে

বিগত কয়েক বছরের মতো এবারের এসএসসি পরীক্ষার ফলাফলেও ছেলেদের থেকে পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে।

জানা যায়, সারাদেশের সকল শিক্ষাবোর্ড মিলিয়ে মেয়েরা ৭৮.৮৫ শতাংশ পাস করেছে, ছেলেদের পাসের হার ৭৬.৭১ শতাংশ। এছাড়া ৮ শিক্ষাবোর্ড মিলিয়ে মেয়েরা ৮০.৩৫ শতাংশ পাস করেছে, ছেলেদের পাসের হার ৭৮.৪০ শতাংশ।

গত বছরের তুলনায় মেয়েদের পাসের হার বৃদ্ধি পেয়েছে, গত বছর মেয়েদের পাসের হার ছিল ৭০.৪৩ শতাংশ।

এ বছর ছেলেরা অংশগ্রহণ করেছে- ১০ লাখ ২২ হাজার ৩২০ জন, এদের মধ্যে পাস করেছে ৭ লাখ ৮৪ হাজার ২৫৪ জন। মেয়েরা অংশগ্রহণ করেছে- ১০ লাখ ৪ হাজার ২৫৪ জন। মেয়েরা  উত্তীর্ণ হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৮৫৯ জন।

শতভাগ পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা- ১ হাজার ৫শ’ ৭৪টি।

রোববার সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে পরীক্ষার ফলের কপি হস্তান্তর করেন। সেসময় বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা সেখানে উপস্থিত ছিলেন।