চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এসএসসি’তে ঢাকা বোর্ডে সেরা কারা?

এ বছর এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে প্রথম হয়েছে ভিকারুননিসা নূন স্কুলের বনশ্রী দত্ত। দ্বিতীয় একই স্কুলের হিমিকা সাহা।

কোচিংয়ের চেয়ে স্কুলের লেখাপড়ার ওপরই বেশি নির্ভরশীল ছিল এই দুই শিক্ষার্থী। তারা বলছে, দীর্ঘ সময় পড়া নয় বরং স্কুলের পড়াগুলো নিয়মিত করেছে তারা।

২০০১ সাল থেকে এসএসসি আর ২০০৩ থেকে এইচএসসি পরীক্ষায় গ্রেডিং পদ্ধতির প্রচলন হয়। ওই বছর থেকেই বন্ধ হয়ে যায় প্রতি বোর্ডে মেধা তালিকায় স্থান পাওয়া শীর্ষ ২০ শিক্ষার্থীর নাম প্রকাশ। ২০০১ সালে এসএসসিতে পুরো বাংলাদেশে জিপিএ পাঁচ পায় ৭৬ জন শিক্ষার্থী। কয়েক বছরের মধ্যেই জিপিএ পাঁচ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। বরাবরই প্রশ্ন উঠেছে সেরাদের সেরা কারা?

এই তালিকা কখনোই প্রকাশ করেনি শিক্ষা মন্ত্রণালয়। ২০১৮ সালে তথ্য অধিকার আইনের আবেদনে চ্যানেল আইয়ের কাছে এসএসসি এবং এইচএসসি’র সেরা ৬ জনের তালিকা প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড। এবার প্রকাশ করলো পাঁচ জনের তালিকা।

এ বছর ঢাকা বোর্ডে শীর্ষ পাঁচের সবগুলোই দখল করেছে ভিকারুননিসা নূল স্কুল। ঢাকা বোর্ডে তৃতীয় হয়েছে শাহরীন হোসেন, চতুর্থ সমন্বিতা সরকার এবং পঞ্চম হয়েছে নাওমি শরীফ।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: