চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘এশিয়া কাপ বাতিল’ -গাঙ্গুলির এমন কথা মানছে না পাকিস্তান

২০২০ সালে এশিয়া কাপ হবে না, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলির এমন দাবিকে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা বলছে, এশিয়া কাপ হবে কি হবে না সেই ঘোষণা দেয়ার একমাত্র অধিকার আছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রধান নাজমুল হাসান পাপনের।

নাজমুল হাসান যে সেই ঘোষণা এখনই দিতে পারবেন না, সেটাও মোটামুটি নিশ্চিত। বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধানের দেহে অস্ত্রোপচারের কথা আছে।

পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘এশিয়া কাপ টি-টুয়েন্টি বাতিল করা হয়েছে, এসিসির এমন কোনো সিদ্ধান্তের কথা পিসিবি জানে না।’

তাদের কথার যুক্তিও আছে। ২০২০ এশিয়া কাপের স্বাগতিক পাকিস্তান। পিসিবিকে না জানিয়ে এবারের আসর বাতিল করারও কোনো কারণও নেই!

বুধবার সৌরভ এক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলে বসেন, ২০২০ সালে আর এশিয়া কাপ হচ্ছে না ডিসেম্বরে আমাদের পূর্ণাঙ্গ সিরিজ আছে। সেপ্টেম্বরে যে এশিয়া কাপ হওয়ার কথা ছিল তা আর হচ্ছে না। ২০২০ এশিয়া কাপ বাতিল হয়ে গেছে।’ এরপরই আসতে থাকে নানা মহলের প্রতিক্রিয়া।