চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এশিয়া কাপের দলে মুমিনুল, আছেন নাজমুলও

এশিয়া কাপের দলে শেষমুহুর্তে অন্তর্ভুক্ত হয়েছেন মুমিনুল হক। বাঁ-হাতের তর্জনীতে চোট পাওয়া নাজমুল হোসেন শান্তও আছেন স্কোয়াডে। বাংলাদেশ দল এখন ১৬ সদস্যের।

বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মুমিনুলের দলে ঢোকার ব্যাপারটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে দলে মুমিনুল হকের ফেরা নিয়ে আলোচনায় জোর হাওয়া লাগে ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড সফরে ৫০ ওভারের একটি ম্যাচে ১৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর। শুরুতে ১৫ সদস্যের দলে এ বাঁহাতির না থাকা তাই বিস্ময়ের জন্ম দেয়।

বুধবার মিরপুরে ফিল্ডিং অনুশীলনে শান্ত চোট পেলে বিকল্প হিসেবে ফের আলোচনায় আসে মুমিনুলের নাম। তবে টেস্ট ক্রিকেটারের তকমা পাওয়া এ বাঁহাতি ব্যাটসম্যানের ওয়ানডে দলে ফেরা শুধু নাজমুলের চোটের কারণে নয়, ওপেনার তামিম ইকবালের ডান হাতের অনামিকায় চিড় ধরা পড়ায় শেষমুহুর্তে বিবেচনায় আসেন মুমিনুল।

যদিও নাজমুলের আঙুলে চিড় ধরা পড়েনি। আপাতত ক্রিকেটের বাইরে আছেন এ তরুণ বাঁহাতি ব্যাটসম্যান। বিসিবির মেডিকেল বিভাগ তাকে ৪৮ ঘণ্টার বিশ্রামে থাকতে বলেছিলেন চোট পর্যবেক্ষণের পর। আরও কিছুদিন হয়ত ব্যাট-বল থেকে দূরেই থাকতে হবে তাকে। সেটা কতদিন তা জানা যাবে শুক্রবার।

আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। আরব আমিরাতের উদ্দেশ্যে মাশরাফী বিন মোর্ত্তজার দল ঢাকা ছাড়বে ৯ সেপ্টেম্বর।

বাংলাদেশ দল
মাশরাফী বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।