চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ

মেয়েদের ক্রিকেটে বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০১৮ সালের জুনে কুয়ালালামপুরে ভারতকে হারিয়ে শ্রেষ্ঠত্বের  মুকুট মাথায় তোলে টিম টাইগ্রেস। এবার দেশের মাটিতেই নিগার সুলতানার দলের সামনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ।
সব ঠিক থাকলে আগামী বছরের মার্চ-এপ্রিলে এশিয়া কাপের আয়োজক হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টুয়েন্টি সংস্করণে হবে এবারের আসরটিও।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে এ খবর। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো আয়োজক দেশের নাম আনুষ্ঠানকিভাবে ঘোষণা করেনি।
এশিয়া কাপের আগে আরও বড় একটি ইভেন্ট আয়োজনের পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। আগামী বছরের জানুয়ারিতে মেয়েদের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হবে টাইগ্রেস ডেরায়। যেটি আইসিসি ইতোমধ্যে চূড়ান্ত করেছে।
শুরুতে গত বছরের জানুয়ারিতে হওয়ার কথা ছিল বিশ্বকাপ। পরে পিছিয়ে নেওয়া হয় বছরের শেষে। করোনার সেই সময়েও আয়োজনের বাস্তবতা ছিল না। আসছে জানুয়ারিতে হতে যাচ্ছে আইসিসির নতুন ইভেন্টটি।