চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু

শুরু হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। নির্মাণ কাজ উদ্বোধন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এর মধ্য দিয়ে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের নতুন ধারা চালু হলো।

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য। বিমান বন্দর থেকে কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ি হয়ে কুতুবখালীতে শেষ হবে এই উড়াল সড়ক।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে সরকার ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি করে ২০১৩ সালের ১৫ ডিসেম্বর। প্রথম পর্যায়ের ভূমি অধিগ্রহণ শেষ করে চুক্তি সইয়ের দুই বছর পর শুরু হলো প্রকল্পের নির্মাণ কাজ।

এই প্রকল্পের জন্য মোট প্রয়োজন হবে ২শ’ ৫ একর জমি। প্রথম ধাপে এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত ৬০ একর জমি অধিগ্রহণ করে কাজ শুরু হয়েছে। পিপিপি প্রকল্পের উড়াল সড়ক নির্মাণে মোট খরচ হবে ৮,৯৪০ কোটি টাকা।