চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এলাকাভিত্তিক লকডাউনেও খোলা থাকবে ব্যাংক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মহানগর বা জেলা প্রশাসন স্থানীয়ভাবে লকডাউন জারি করলেও সেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক। লেনদেনও চলবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে মহানগর বা জেলা প্রশাসন কর্তৃক স্থানীয়ভাবে লকডাউন ঘোষিত হলেও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে। এক্ষেত্রে শাখার কর্মকর্তা ও কর্মীদের যাতায়াত নির্বিঘ্ন রাখার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে হবে।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ মঙ্গলবার থেকে চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। এ সময় জেলায় দোকানপাট বন্ধ থাকার পাশাপাশি জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ বিষয় সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকিং কার্যক্রমের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে এ নির্দেশনা দেয়া হলো।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময় আগের মতো সীমিত পরিসরে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে। এছাড়া লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক।