চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এরশাদের শূন্য আসনে মনোনয়ন ফরম নিলেন সাদ এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্যঘোষিত রংপুর-৩ আসনে উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এরশাদ ও রওশন এরশাদের ছেলে সাদ এরশাদ। আগামী ৫ অক্টোবর সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে বনানীতে পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর সাদ আশা প্রকাশ করে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন: বাবার (এরশাদের) অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে চাই।

মনোনয়ন পাওয়ার বিষয়ে রাজনৈতিক ও পারিবারিক দু’দিক দিয়েই তিনি এগিয়ে থাকবেন বলে আশা প্রকাশ করছেন সাদ। একই সঙ্গে এই উপনির্বাচনে জয়ী হয়ে বাবার স্বপ্নপূরণ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ আসনের জাতীয় পার্টি থেকে সাদ ছাড়াও আরও সাত জন মনোময়ন ফরম সংগ্রহ করেছে। এর মধ্যে রয়েছেন: দলটির প্রেসিডিয়াম সদস্য এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির ও এরশাদের ভাগ্নি মেহেজেবুন্নেছা রহমান টুম্পাসহ আরও চারজন।

৬ সেপ্টেম্বর মনোনয়ন ফরম সংগ্রহকারীদের সাক্ষাৎকার নেবে পার্টির পার্লামেন্টারি বোর্ড। সেখান থেকেই চূড়ান্ত মনোনয়ন কে পাচ্ছেন, তা বাছাই করা হবে।

এসময় সাদ বলেন, আমি রাজনীতিতে প্রবেশ করলাম জনগণের খেদমত করার জন্য। আমি বাবার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করব। আমার বাবা সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেতেন। বাবার সেই স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে যা যা করণীয়, তা আমি করব।

তিনি আরও বলেন, আধুনিক বাংলাদেশ গড়তে, নতুন বাংলাদেশ গড়তে, সোনার বাংলাদেশ গড়তে অনেক কিছুরই প্রয়োজন। শিক্ষার হার বাড়াতে হবে, বেকারত্ব দূর করতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অন্যান্য বিষয়ের পাশাপাশি এই দুইটি বিষয়, অর্থাৎ শিক্ষার হার বাড়ানো ও কর্মসংস্থান তৈরিতে আমার বলিষ্ঠ ভূমিকা থাকবে।

পার্টির নেতৃত্ব নিয়ে কোন্দল রয়েছে এমন গুঞ্জন সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে সাদ এরশাদ বলেন, জাতীয় পার্টির মধ্যে কোন্দল আছে বলে মনে করি না।

তিনি আরও বলেন, আধুনিক বাংলাদেশ গড়তে, নতুন বাংলাদেশ গড়তে, সোনার বাংলাদেশ গড়তে অনেক কিছুরই প্রয়োজন। শিক্ষার হার বাড়াতে হবে, বেকারত্ব দূর করতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অন্যান্য বিষয়ের পাশাপাশি এই দুইটি বিষয়, অর্থাৎ শিক্ষার হার বাড়ানো ও কর্মসংস্থান তৈরিতে আমার বলিষ্ঠ ভূমিকা থাকবে।