চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এমা টুইগ, অবশেষে সোনার ঝিলিক

নিউজিল্যান্ডের রোয়িং তারকা এমা টুইগের মুখ হাসি ফুটেছে। টানা দুই অলিম্পিকে প্রত্যাশার চাপ মেটাতে ব্যর্থ হওয়ার পর কঠোর পরিশ্রমে ঘুরে দাঁড়ানোর এক গল্প লিখেছেন ৩৪ বছর বয়সে এসে।

টোকিও অলিম্পিকে শুক্রবার এমা টুইগ মেয়েদের ব্যক্তিগত স্কালসের ফাইনালে নেমেছিলেন। ৭ মিনিট ১৩.৯৭ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন। যেটা অলিম্পিকের সেরা টাইমিং রেকর্ডও।

এই ইভেন্টে এমা ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন। সেখান থেকে একটি অলিম্পিক পদক আনতে লেগে গেল দীর্ঘ সময়। দেরি হোক, অপেক্ষাটা তিনি মেটালেন সোনার পদক দিয়েই।

টোকিওর শী ফরেস্ট ওয়াটারওয়েতে মেয়েদের স্কালসের এ ইভেন্টে রুপা গেছে রাশিয়ার, হ্যান্না প্রাক্যাটসেন হয়েছেন দ্বিতীয়, সময় নিয়েছেন ৭ মিনিট ১৭.৩৯ সেকেন্ড। অস্ট্রিয়ার ম্যাগডালেনা লবনিগ ৭ মিনিট ১৯.৭২ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।