চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এমবাপের জন্য ব্যালন ডি’অর চান বুফন

সতীর্থ কাইলিয়ান এমবাপের জন্য ২০১৮’র ব্যালন ডি’অর ট্রফি চান পিএসজি গোলকিপার জিয়ানলুইজি বুফন। ভবিষ্যতে অনেক সম্ভাবনা থাকলেও এবছরই ট্রফিটা ক্লাব সতীর্থের হাতে দেখতে চান জুভেন্টাসের সাবেক তারকা।

বিশ্বকাপের সঙ্গে ফরাসি ঘরোয়া ট্রেবল জেতার পর চলতি বছরের ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকায় আছেন এমবাপে। ফাইনালে একটিসহ মোট চার গোল করে রাশিয়া বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরষ্কার পেয়েছেন তিনি।

চলতি মৌসুমে ক্লাব ফুটবলেও নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন ফরাসি তরুণ। ৭ ম্যাচে এরইমধ্যে করে ফেলেছেন ১০ গোল।

অনেকে বলছেন, ভবিষ্যতে একাধিকবার ব্যালন ডি’অর শিরোপা জিতবেন এমবাপে। কিন্তু বুফনের বিশ্বাস এ বছরই ট্রফিটা উঠবে তার সতীর্থের হাতে।

ফ্রেঞ্চ টিভি শো ‘টোউট লি স্পোর্টসে’ ইতালিয়ান কিংবদন্তি বলেন, ‘তার কোয়ালিটির দিকে তাকান। তিনি মাঠে কি করেন এবং বিশ্বকাপে কি করেছেন? উভয় বিচারেই তিনি এর(ব্যালন ডি’অর) দাবিদার।’

বুফনকে প্রশ্ন করা হয়েছিল, তরুণ এমবাপেকে দেখে তার কোন ফুটবলারদের মনে পড়ে? উত্তরে জানান, ‘ইতালিতে তিনি রবের্তো বাজ্জিও, আলেসান্দ্রো ডেল পিয়েরো এবং ফ্রান্সেস্কো টট্টি। তবে তিনি ভিন্নধর্মী ট্যালেন্ট এবং তার মতো টেকনিক্যাল কোয়ালিটির ফুটবলার খুব একটা দেখা যায় না।’

শুধু মাঠের খেলায় নয়, বুফনের কথায়- বন্ধু-সতীর্থ ‍হিসেবেও দারুণ এমবাপে। তার আচার-ব্যবহারও মুগ্ধ করার মতো।

এই বছরের ব্যালন ডি’অর দেয়া হবে ৩ ডিসেম্বর, প্যারিসে।