চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এমপি’র জনপ্রিয়তা কমে গেলে আ. লীগের টিকিট পাবে নতুন মুখ

তৃণমূলের মতামতের সঙ্গে দলীয় জরিপের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ। যে সংসদ সদস্যদের (এমপি) জনপ্রিয়তা কম বলে দেখা যাবে, তাদের বদলে দলের মনোনয়ন পাবেন নতুন মুখ।

সংবিধনের বাধ্যবাধকতা অনুযায়ী ২০১৮ সালের ৩০ অক্টোবর থেকে ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। নবম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর দশম জাতীয় নির্বাচনেও বিজয় অর্জন করে টানা দু’বার সরকার গঠন করে আওয়ামী লীগ।

আগামী জাতীয় নির্বাচনেও বিজয়ের ধারা ধরে রাখতে চায় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দলটি। প্রার্থী বাছাইয়ে তাই বিশেষ মনোযোগ আওয়ামী লীগের।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, স্থানীয়ভাবে কার কেমন অবস্থান সেটি দেখা হবে, বিশেষ করে তৃণমূলের ওপর বেশি জোর দেওয়া হবে। জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য, এমপি হওয়ার পর সেই গ্রহণযোগ্যতা হারিয়েছে কিনা এসব বিশ্লেষণ করবে আওয়ামী লীগ।

নির্বাচনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিক ভাবে প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ। তবে ততদিন পর্যন্ত নির্বাচনী আসনে জনপ্রিয়তা যাচাই করবে দলটি।

আওয়ামী লীগ মনে করে, সব দলের অংশগ্রহণে সুষ্ঠুভাবে আগামী জাতীয় নির্বাচন হবে, যেখানে আওয়ামী লীগের থাকবে জনবান্ধব প্রার্থী।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: