চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এবার সুলতান সুলেমানের পূর্ব পুরুষের গল্প

বিশ্বব্যাপী বহুল আলোচিত এক নাম অটোমান সাম্রাজ্যের সুলতান সুলেমান। গল্প, উপন্যাস, টিভি সিরিজের মাধ্যমে তার কাহিনী অজানা নয় কারও। কিন্তু তার পূর্বপুরুষ এবং অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আরতুগ্রুল গাজীর কথা অনেকেরই জানা নেই। একজন সাধারন মানুষ হয়েও অসামান্য বীরত্বের মাধ্যমে কীভাবে তিনি মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন, সেই কাহিনী জানাতে আসছে টিভি সিরিয়াল ‘দিরিলিস : আরতুগ্রুল’।

তুর্কি ভাষায় নির্মিত সিরিয়ালটি গত তিন বছর ধরে তুরস্কের সর্বাধিক জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। ৪৩টি দেশে ২২টি ভাষায় প্রচারিত সাড়া জাগানো এই সিরিয়ালটি বাংলাদেশের দর্শকদের জন্য এনেছে মাছরাঙা টেলিভিশন। আগামী ২ এপ্রিল থেকে বাংলায় ডাবিং করা সিরিয়ালটি শিগগিরই দেখা যাবে মাছরাঙা টেলিভিশনে।

এটি চিত্রায়নের জন্য হলিউডের ‘এক্সপেন্ডিবলস টু’, ‘রন ইন’, ‘কোনান দ্য ব্যারব্যারিয়ান’–এর মতো চলচ্চিত্রের প্রোডাকশন টিমকে তুরস্কে আমন্ত্রণ জানানো হয়। তারা অভিনয়শিল্পী, ঘোড়া ও বিভিন্ন দৃশ্যের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেন। সাত মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এই সিরিয়াল তুরস্কের  টেলিভিশনের ইতিহাসে অন্যতম মাইলফলক।