চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এবার বিসিবির পরিচালকদের দায়িত্ব বণ্টনের পালা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন হয়ে গেছে ৬ অক্টোবর। টি-টুয়েন্টি বিশ্বকাপ ও ঘরের মাঠে পাকিস্তান সিরিজের কারণে বিভিন্ন কমিটিতে দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বণ্টন করা হয়নি ২৫ পরিচালকের। বছরের শেষদিকে এসে দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে।

বুধবার বিসিবি কার্যালয়ে অনানুষ্ঠানিক সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ২৪ ডিসেম্বর (শুক্রবার) পরিচালকদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে।

আগের দুই মেয়াদে বিসিবির পরিচালনা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব সামলানো আকরাম খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নতুন কমিটিতে তাকে দেখা যাবে কিনা সেটি জানা যাবে শুক্রবার।

আকরাম প্রসঙ্গে নাজমুল হাসান বললেন, ‘আমাদের নতুন কয়েকজন পরিচালক এসেছেন। যারা চলে গেছেন তাদের জায়গায় তো পরিবর্তন আসবেই। আমরা এখনো কমিটি বণ্টন করিনি, আকরাম ছাড়বে কীভাবে! যেটাতে ছিল সেটার মেয়াদ শেষ। অন্তর্বর্তীকালীন সময়টায় আকরাম চালিয়ে যাচ্ছে। মিডিয়াতে দেখে মনে হয়েছিল এ সময়টাতেও থাকতে চাচ্ছে না।’

‘যেহেতু সে আট বছর ছিল। ওখানে প্রচুর কাজ। সময় দেয়া কঠিন। অন্য জায়গায় দিলে তার কোনো আপত্তি নেই। আবার বলেছে আপনি যেটা মনে করবেন সেটাই ফাইনাল, এমন না যে থাকব না, করব না, এমন। সে তার সমস্যার কথাটা বলেছে। মনে করছে সময় দেয়া কঠিন।’

আকরামের জায়গায় বিকল্প নিয়ে বিসিবি সভাপতি বললেন, ‘প্রথম কথা হচ্ছে এটা নিয়ে চিন্তাই করিনি। ছেড়ে দেয়া বড় কথা না, কাকে দিবো এটা বড় বিষয়। এমন একজনকে দিতে হবে যে করতে পারবে এবং করতে চায়।’

‘ব্যক্তিগতভাবে সবাইকে বলেছি, কারো কোনো আগ্রহ থাকলে জানাতে পারে। সে পাবে তার কোনো নিশ্চয়তা নেই। জাস্ট জানার জন্য। পরিবর্তন হবে এটাও বলছি না, হবে না এটাও বলছি না। ২৪ তারিখ জানতে পারবেন।’