চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এবার ডেঙ্গুতে প্রাণ হারালেন পুলিশের এসআই

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) কোহিনুর খাতুন নিলা (৩৩) মারা গেছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) দিবাগত রাত ১ টা ৪০ মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কোহিনুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ সদর দপ্তর এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু আক্রান্ত কোহিনুরকে গুরুতর অসুস্থ অবস্থায় সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে সিটি হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তিনি রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

কোহিনুরের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুরে। তিনি রাজধানীতে ভাড়া বাসায় থাকতেন। ৫ দিনের নৈমিত্তিক ছুটি ভোগের মধ্যে বাসাতেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তিনি।

কোহিনুরের ১ বছর ৮ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। প্রায় সাড়ে চার বছর আগে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। তার স্বামীর নাম জহিরুল ইসলাম ও বাবা আব্দুস সালাম।

এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন। তবে সরকারি হিসেবে এই সংখ্যা ১৪ জন। যাদের, মধ্যে কয়েকজন চিকিৎসক এবং একজন উপ-সচিবের স্ত্রীও রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মঙ্গলবার ২৪ ঘণ্টায় সারাদেশে ৩, ৮৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত ১৩,৬৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলো।

এর মধ্যে ৯,৭৪০ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। এখনো ভর্তি আছে ৩৮৪৭ জন।