চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এবার কানহাইয়াকে শ্বাসরোধের চেষ্টা

আবারও আক্রান্ত হলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) সেই ছাত্রনেতা কানহাইয়া কুমার। এর আগে হায়দরাবাদ ও নাগপুরে তাকে লক্ষ্য করে জুতো ছোঁড়া হয়েছিলো। এবার একেবারে তার গলা টিপে ধরার চেষ্টার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে।

রোববার কানহাইয়া অভিযোগ করেন, জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে কয়েকজন বন্ধুর সঙ্গে মুম্বাই থেকে পুনে যাওয়ার পথে এক সহযাত্রী তার গলা টিপে ধরার চেষ্টা করে। বিমানে ওঠার পরেই ঘটে এই ঘটনা।

ওই ছাত্রনেতা টুইটবার্তায় বলেন, ‘আবার হামলার শিকার হলাম আমি। এবার বিমানে এক ব্যক্তি আমার গলা টিপে ধরার চেষ্টা করলো।’

প্লেন থেকে নেমে এরপর সড়কপথে কানহাইয়াকে পুনে যেতে হয়।

এ ঘটনায় অভিযুক্ত মানসজ্যোতি ডেকাকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। অন্যদিকে কানহাইয়ার নিরাপত্তা জোরদার করেছে পুনে পুলিশ।

পরে পুনের সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আরএসএসের সমালোচনা করে কানহাইয়া বলেন, মোদি দেশের প্রধানমন্ত্রী, আর আরএসএস তার শক্তি। এ দু’য়ে মিলে ভারতকে সাম্প্রদায়িকতা এবং দলিত-বিরোধী নীতির গবেষণাগার করে তুলেছে।

কানহাইয়ার গলা টিপে ধরার অভিযোগে অভিযুক্ত ডেকা কট্টর বিজেপি সমর্থক বলেও দাবি করেন কানহাইয়া।

অবশ্য ডেকা ওই দাবি অস্বীকার করেছেন। তিনি বলেন, পাশের সিট থেকে ওঠার সময় হোঁচট খেয়ে দুর্ঘটনাবশত কানহাইয়ার গলায় তার হাত লেগে যায়। এরপরই দু’জনের মধ্যে ঝগড়া ও ধাক্কাধাক্কি শুরু হয়।

এ ঘটনার পর কানহাইয়াসহ ৯ জনকে প্লেন থেকে নামিয়ে দেয়া হয়। এ ব্যাপারে টুইটারে কানহাইয়া অভিযোগ করেন, ঘটনার পর বিমানকর্মীরা অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তবে জেট এয়ারওয়েজ পাল্টা বিবৃতি দিয়ে জানিয়েছে, নিরাপত্তার কারণেই কয়েকজনকে নামিয়ে দেওয়া হয়।