চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এবার এএফসি নারী কমিটির চেয়ারম্যান কিরণ

চলতি বছরেই হয়েছেন ফিফা কাউন্সিল মেম্বার ও এএফসি সদস্য। এবার আরও বড় চ্যালেঞ্জ নেয়ার অপেক্ষায় মাহফুজা আক্তার কিরণ। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফুটবলের নারী উইংয়ের প্রধান।

২০১৯ থেকে ২০২৩, এই চার বছরের জন্য এএফসি নারী ফুটবলের দায়িত্ব সামলাবেন কিরণ। ১৬ জুলাই তাকে দায়িত্ব বুঝে নেয়ার জন্য ই-মেইল করেছেন কনফেডারেশনের জেনারেল সেক্রেটারি ডাটো উইন্ডসর জন।

ই-মেইলে কিরণের প্রশংসা করে ডাটো উইন্ডসর লিখেছেন, ‘আপনার অভিজ্ঞতা, দক্ষতা আমাদের নারী ফুটবলকে বিশেষ লাভবান করবে বলে আমরা মনে করি।’

গত ২ জুন এএফসি নির্বাহী কমিটির সভায় কিরণকে নারী কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়ার সিদ্ধান্তটি হয়। আর ২৩ জুলাইয়ের মধ্য দায়িত্ব গ্রহণের প্রাপ্তিস্বীকার পত্র প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।