চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এবার ঋণ পরিশোধ করার পালা: নাছির

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, তাকে চট্টগ্রামবাসী যে সম্মান দিয়েছে, এবার ঋণ পরিশোধ করার পালা। তিনি তার উপর অর্পিত দায়িত্ব সততা, স্বচ্ছতা, নিষ্ঠা ও জবাবদিহীতার মাধ্যমে নগরবাসীকে সাথে নিয়ে অক্ষরে অক্ষরে পালন করবেন। 

শনিবার রাতে এম এ আজিজ স্টেডিয়ামে চিটাগাং স্পোর্টস ফোরামের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেয়র সবার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা উল্লেখ করে বলেন, সততার সাথে, স্বচ্ছতার সাথে সকল দল মত মিলে, সকল চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে এই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করে নগরবাসরি যে প্রত্যাশা সেটা পূরণ করবো।

তিনি সিটি করর্পোরেশনের কর্মকর্তা কর্মচারিদের উদ্দেশ্যে বলেন, বেতনের বাইরে কোনো দিকে নজর দেয়া যাবে না। সবাইকে স্বচ্ছতার সঙ্গে সঠিকভাবে দায়িত্ব পালন করে বেতন নিতে হবে। অপরাধ বা দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না।

কর্মকর্তা কর্মচারিদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনে যারা বেতন নিয়ে খুশি নয় তারা চাকরি করতে পারবেন না।

সিটি কর্পোরেশন অধ্যাদেশ অনুযায়ী আগামী ২৫ জুলাই’র মধ্যে দায়িত্ব গ্রহণে আইনি জটিলতার ব্যাপারে তিনি বলেন, আজ মন্ত্রণালয় এব্যাপারে নোট তৈরী করে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন। প্রধানমন্ত্রী যা সিদ্ধান্ত নিবেন তাই তিনি পালন করবেন। এ ব্যাপারে তার কিছু করার নেই।

আ.জ.ম নাছির সদ্য অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি নির্বাচনে নির্বাচিত হয়ে কাজ শুরু করেছেন