চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এবার ইউরোপীয় পার্লামেন্টে ক্ষমা চাইলেন জাকারবার্গ

সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ আরও একবার প্রশ্নোত্তর পর্বের সম্মুখীন হলেন। ক্যামব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারি ইস্যুতে এবার ইউরোপীয় পার্লামেন্টের মুখোমুখি হন জাকারবার্গ।

২২ মে ইউরোপীয় পার্লামেন্টে রাজনৈতিক দল ও সংসদ সদস্যদের নেতাদের সামনে জবাদিহিতার সময় জাকারবার্গ তথ্য চুরি ও ভুয়া সংবাদের জন্য আরও একবার ক্ষমা চান।

মার্ক জাকারবার্গ পার্লামেন্টে বলেন, ‘আমি ইউরোপীয় ব্যবহারকারীদের রক্ষা করার জন্য যথেষ্ট কিছু করিনি।’ আর এজন্য ক্ষমা চান তিনি।

প্রশ্নোত্তর পর্বে জাকারবার্গকে ফেসবুকের তথ্য সংগ্রহের অভ্যাস, কর নীতিমালা সম্পর্কে জিজ্ঞাসা করেন নেতারা। এছাড়াও অদূর ভবিষ্যতে এমন কোনো তথ্য চুরির ঘটনা ঘটবে কিনা তার নিশ্চয়তা চান উপস্থিত সদস্যরা।

জাকারবার্গ জানান ফেসবুকে ঘৃণাত্মক বক্তব্য, বুলিয়িং ও সন্ত্রাসের জন্য কোনো স্থান নেই।

এবার শুনানির পুরো সময় লাইভ স্ট্রিমিং করা হয়েছে। মার্ক জাকারবার্গ প্রথমে নিজে হাজির না হয়ে জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক জোয়েল কাপলানকে ইউরোপীয় পার্লামেন্টে পাঠাতে চায়। কিন্তু পরে পার্লামেন্টের সভাপতির দাবির মুখে জাকারবার্গ নিজেই উপস্থিত হন।