চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এবারের বই উৎসবে বিতরণ হবে সবচেয়ে বেশি বই

নতুন বইয়ের গন্ধে নতুন বছরের প্রথমদিনে উদযাপন করা হবে বই উৎসব। পহেলা জানুয়ারি বিনামূল্যে ৩৬ কোটি ২১ লাখ বই পাবেন শিক্ষার্থীরা। ২০১০ সালের পর এবারই সবচেয়ে বেশী পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করছে সরকার।

গত কয়েক বছরে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি আর ঝরে পড়ার হার কমে যাওয়ায় বই ছাপা বেড়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

২০১৬ সালে বছরের প্রথম দিনই প্রাক-প্রাথমিক, প্রাথমিক, এবতেদায়ী, মাধ্যমিক স্কুল, দাখিল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছিল ৩৩ কোটি ৩৭ লাখ ৭২ হাজার পাঠ্য পুস্তক। এবার ৪ কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯শ’ ২৯ জন শিক্ষার্থীদের মধ্যে দেয়া হচ্ছে ৩৬ কোটি ২১ লাখ বই।

২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত বছরের প্রথম দিনে বই উৎসবে কোটি কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পৌঁছে পাঠ্যপুস্তক পৌঁছে দিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং সরকার অনন্য রেকর্ড করেছে।

কঠিন এই কাজটি সফলভাবে করতে পেরে সন্তুষ্ট শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বই উৎসবকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের আগেই স্কুলে স্কুলে পৌঁছে গেছে বই। এবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদেরও আলাদা আলাদা বই দেয়া হচ্ছে।