চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এবারও সেঞ্চুরি হাতছাড়া করলেন লিটন

দারুণ এক বাউন্ডারিতে টপকালেন টেস্টে নিজের সর্বোচ্চ সংগ্রহ। পরের ওভারেই অপ্রয়োজনীয় শটে বিলিয়ে এলেন উইকেট। এবার ৫ রানের জন্য হল না সেঞ্চুরি। টেস্টে লিটনের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৯৪। সেদিনও সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছিলেন। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে আরও একবার নার্ভাস নাইনটিজে গিয়ে আউট হলেন।

চাপের মধ্যে ব্যাট করতে নামলেও লিটন শুরু থেকেই ছিলেন বেশ সাবলীল। নিজের সহজাত ব্যাটিং দিয়েই যাচ্ছিলেন টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দিকে। প্রথমদিনের খেলাও খুব একটা বাকি ছিল না।

এমন সময়ে জিম্বাবুয়ে পেসার ডোনাল্ড ত্রিপানোকে উপহার দিয়ে এলেন দিনের সবচেয়ে মূল্যবান উইকেটটি। ১৪৭ বলের ইনিংসে চারের মার ছিল ১৩টি।

তাতে ভাঙে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে সপ্তম উইকেটে ১৩৮ রানের দারুণ জুটিটি। লিটনের বিদায়ের সাজঘরে ফিরে গেছেন মেহেদী হাসান মিরাজ।

ফিফটির খুব কাছে রয়েছেন মাহমুদউল্লাহ। ৪৭ রানে অপরাজিত এ ব্যাটসম্যান। বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৭৪।