চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এফআর টাওয়ারের মালিকের জামিন মঞ্জুর

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নকশা জালিয়াতি মামলার প্রধান আসামি এফআর টাওয়ারের মালিক এস এম এইচ আই ফারুকের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বয়স ও দুরারোগ্য ব্যাধি বিবেচনায় ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।

রোববার গ্রেপ্তার হওয়ার পর মঙ্গলবার দুপুরে রমনা থানা থেকে আদালতে নিয়ে যাওয়া হয় এফআর টাওয়ারের মালিক ফারুককে। নকশা জালিয়োতির মাধ্যমে অবৈধভাবে ১৮ থেকে ২৩ তলা ভবন নির্মাণের অভিযোগে গত ২৫ জুন এফআর টাওয়ারের মালিক, রাজউকের সাবেক দুই চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক।

দুই মামলায় ২৩ আসামির মধ্যে এ পর্যন্ত রাজউকের সাবেক সহকারি পরিচালক সদরুল আলম, এফআর টাওয়ারের অবৈধ অংশের মালিক তাসভিরুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করে দুদক।

এরমধ্যে রোববার গ্রেপ্তার হওয়া এফআর টাওয়ারের অবৈধ অংশের মালিক তাসভিরুল ইসলামের জামিন আবেদনও মঞ্জুর করেছেন আদালত।