চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এটাই শেষ আইপিএল নয় ধোনির

জাতীয় দল থেকে বিদায় নিয়েই আইপিএল খেলতে নেমেছেন মহেন্দ্র সিং ধোনি। আবু ধাবিতে চলতি আসরে নিজেদের শেষ ম্যাচটা খেলতে নেমে গেছে ধোনির দল চেন্নাই সুপার কিংস। যথারীতি প্রশ্ন উঠেছিল, জাতীয় দলকে বিদায় বলা ধোনির এটাই শেষ পেশাদার ম্যাচ কিনা। জবাবে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের উত্তর, এখনো ক্রিকেটকে বিদায় বলার সময় আসেনি।

রোববার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২০২০ আইপিএলে নিজেদের শেষ ম্যাচে নেমেছে চেন্নাই সুপার কিংস। দলটির প্লে-অফে যাওয়ার আশা আগেই শেষ। পাঞ্জাবের বিপক্ষে রোববারের ম্যাচটা শুধুই সম্মান রক্ষার।

ম্যাচে টসের জন্য নেমে এলে চেন্নাই অধিনায়ককে জিজ্ঞেস করা হয় এটাই তার শেষ ম্যাচ কি না। উত্তর ধোনি বলেছেন, ‘কোনভাবেই হলুদ জার্সিতে এটা আমার শেষ ম্যাচ নয়।’

এবারের টুর্নামেন্ট একেবারেই ভালো যায়নি ‘ক্যাপ্টেন কুল’র। ১৩ ম্যাচ খেলে জয় এসেছে মাত্র ৫টিতে। ব্যাটেও রান পাননি। গুঞ্জন উঠছিল হয়তো রোববারের ম্যাচ খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন। তা যে হচ্ছে না বুঝিয়ে দিলেন ধোনি। আগামী আইপিএল ফের সুযোগ থাকছে হলুদ জার্সিতে তাকে মাঠে দেখার।