চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এখনই কমছে না জ্বালানী তেলের দাম, সংসদে প্রধানমন্ত্রী

এখনই জ্বালানী তেলের দাম কমছে না, সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের দায়-দেনা শোধ হওয়ার পরে প্রয়োজন মনে করলে দাম কমাবে সরকার।  সংসদ সদস্য হাজি মো: সেলিমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিদেশী বিনিয়োগ হচ্ছে না এমন আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, এই মুহর্তে বিনিয়োগের জন্য সবচেয়ে ভালো জায়গা বাংলাদেশ।  এ প্রসঙ্গে ভারত, চীন, জাপানসহ কয়েকটি দেশের আগ্রহের কথা তুলে ধরেন তিনি।

অপরিশোধিত জ্বালানী তেলের দাম কমতে কমতে ৪০ ডলারের নীচে চলে যাওয়ার পর দুদিন হলো কিছুটা বেড়েছে বিশ্ববাজারে।  অবশ্য গত ১ বছরেরও বেশি সময় দাম কমতে থাকায় দেশের মধ্যে জ্বালানী তেলের দাম কমানোর চাপ আছে সরকারের ওপর।