চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এক মানুষ গড়ার কারিগরের চিরবিদায়

চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর গ্রামের সমাজকর্মী মিন্টু লাল নন্দী (৬৬) মারা গেছেন। সোমবার ভোর ৫টা ৪৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত দেড় মাস ধরে হৃদরোগ, শ্বাসকষ্ট এবং কিডনির প্রদাহে ভুগছিলেন মিন্টু লাল নন্দী। রোববার দিবাগত রাতে খুব বেশি অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম থেকে সড়কপথে অ্যাম্বুলেন্সে ঢাকার বারডেম হাসপাতালে যাওয়ার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে তার মৃত্যু হয়।

প্রয়াত মিন্টু লাল নন্দী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রাজীব নন্দী এবং চট্টগ্রামভিত্তিক নিউজপোর্টাল জয়নিউজের স্টাফ রিপোর্টার পার্থ প্রতীম নন্দীর বাবা।

মিন্টু লাল নন্দী চট্টগ্রাম, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা শিক্ষা অফিসে দীর্ঘ কর্মময় জীবন কাটিয়েছেন।

তার মৃত্যুতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মেয়র আ জ ম নাছির উদ্দিন, চবি উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, চবি শিক্ষক সমিতি, চবি সাংবাদিক সমিতি, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ পরিবার এবং আরও অনেকে শোক জানিয়েছেন।