চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এক নির্ঝরের গান: আমি থেকে আমরা হওয়ার প্রয়াস

গেল শুক্রবার ‘এক নির্ঝরের গান’ শীর্ষক একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে এতে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী, মুন, সভ্যতা ও লিমন।

স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে ১০১টি গানের সংকলন নিয়ে প্রথম অ্যালবাম ‘এক নির্ঝরের গান: ০০১’। গানশালার ব্যানারে অ্যালবামটিতে নতুন ও পুরনো মিলিয়ে ৪৩ জন শিল্পী গানগুলোতে কণ্ঠ দিয়েছেন। তাদের মধ্যে এ প্রজন্মের তিনজন জনপ্রিয় শিল্পী অটমনাল মুন, রেজাউল করিম লিমন ও কারিশমা শানু সভ্যতা শুক্রবারের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেন। অতিথিশিল্পী হিসেবে গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী।

বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টেঃ