চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এক নজরে ২০২২ ফুটবলের বড় আসরগুলো

ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ রয়েছে সদ্য পা দেয়া বছরেই। মুকুট জয় করতে ৩২ দেশ লড়বে মরুর দেশ কাতারে। ফুটবলবিশ্ব দিনক্ষণ গুনতে শুরু করেছে রোমাঞ্চের অপেক্ষায়। নভেম্বরের ২১ তারিক থেকে শুরু হবে মহারণ। চলবে ডিসেম্বর ১৮ পর্যন্ত।

বিভিন্ন দেশের ঘরোয়া ফুটবলের রোমাঞ্চ তো আছেই। বসবে চলতি বছর শেষ না হওয়া বড় আসরগুলোর বেশকিছু ম্যাচসহ ফাইনাল। থাকছে দল বদলের চমক।

দেখে নেয়া যাক কিছু উল্লেখযোগ্য আসরের কথা। যার উপর এবছর বাড়তি নজর থাকবে ফুটবলপ্রেমীদের।

লা লিগায় দলবদলের মৌসুম ছাড়াও রয়েছে আফ্রিকা কাপ অফ নেশন্স স্টার। সুপার কোপা ডে এস্পানার ফাইনাল। ফেব্রুয়ারি ১৫ তারিখ থেকে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট রাউন্ড। মাসের ২৭ তারিখে রয়েছে কারাবাও কাপ ফাইনাল।

মার্চে রয়েছে এল ক্ল্যাসিকোর লড়াই। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে। এপ্রিলজুড়ে কোপা দেল ডে, ২৩ এপ্রিল ফাইনাল।

মে মাস থাকবে বিশেষ নজরে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হবে। মাঠে গড়াবে ২৮ মে। জুনজুড়ে রয়েছে উয়েফা নেশন্স লিগ। আগস্টে শুরু হবে প্রিমিয়ার লিগ ও লা লিগার নতুন মৌসুম।

জুলাইয়ে তেমন কোনো আয়োজন নেই। সেপ্টেম্বরে শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগ। রয়েছে গ্রুপপর্বের ম্যাচ। নভেম্বরের ২১ তারিখে মাঠে গড়াবে বিশ্বকাপ। ডিসেম্বরের ১৮ তারিখ বিশ্ব ফুটবল খুঁজে নেবে চ্যাম্পিয়ন।