চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এক থেকে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন পিকে

নগরপ্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে লা লিগার ম্যাচে যে ভঙ্গিতে গোল উদযাপন করেছেন জেরার্ড পিকে, সেটা মোটেও ভাল চোখে দেখছে না লা লিগা কর্তৃপক্ষ। সমর্থকদের উত্তেজিত করা বার্সেলোনা ডিফেন্ডারের ভঙ্গিকে অপমানকর ও অপরাধমূলক হিসেবে দেখা হচ্ছে। যার কারণে এক থেকে তিন ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন পিকে।

ম্যাচে এস্পানিওলের মাঠে ৮২ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল বার্সেলোনা। পরে পিকের গোলেই হার থেকে রক্ষা পায়। সমতাসূচক গোল করার পর ঠোটে আঙ্গুল দিয়ে আক্রমণাত্মকভাবে স্বাগতিক সমর্থকদের চুপ থাকতে বলেন পিকে। তার এই ভঙ্গিকে স্বাগতিক সমর্থকদের জন্য অপমানজনক হিসেবে দেখা হচ্ছে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন যদি পিকের এই কাজকে শাস্তিযোগ্য গণ্য করে, তাহলে তিন শাস্তির সম্মুখীন হতে পারেন।

মূর্তিকারিগর

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস বলেছেন, পিকে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে কমিটি তাকে অবশই শাস্তি দেবে।