চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এক্স-রে করাতে নেয়া হল লিটনকে

ব্যাটিং করার সময় বলের আঘাতে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়া লিটন দাসকে শের-ই-বাংলা স্টেডিয়ামের অদূরে ডিজিল্যাবে নেয়া হয়েছে এক্স-রে করাতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ওপেনার আবারও ব্যাটিংয়ে নামতে পারবেন কিনা; সেটি জানা যাবে এক্স-রে রিপোর্ট পাওয়ার পরই।

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘এ ম্যাচে ব্যাটিং করানো যাবে কিনা সেটি জানতেই আমরা দ্রুততার সঙ্গে স্ক্যান করাচ্ছি। হাড়ে চিড় আছে কিনা সেটিও জানার ব্যাপার আছে।’

ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলের ঘটনা। ব্যাকওয়ার্ড স্কয়ারলেগে ফ্লিক করতে গিয়েছিলেন লিটন। লাইন মিস হলে দ্রুত গতির বলটি তার পেছনের পায়ের গোড়ালিতে আঘাত হানে। আঘাত গুরুতর হওয়ায় আর উঠেই দাঁড়াতে পারেননি ও ওপেনার। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে ফিজিওর কাছে নিয়ে যাওয়া হয়। বিসিবির মেডিকেল বিভাগ দ্রুত এক্স-রে করানোর সিদ্ধান্ত নেয়।