চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘এক্সট্র্যাকশন’র জন্য পিপলস চয়েস অ্যাওয়ার্ডে দুটি মনোনয়ন পেলেন হেমসওর্থ

এপ্রিলে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর হইচই ফেলে দিয়েছিল ক্রিস হেমসওর্থের ‘এক্সট্র্যাকশন।’ এই ছবির জন্য ই! পিপলস চয়েস অ্যাওয়ার্ডে দুটি মনোনয়ন পেয়েছেন অভিনেতা।

‘মেল মুভি স্টার অব ২০২০’ এবং ‘অ্যাকশন মুভি স্টার অব ২০২০’ ক্যাটাগরিতে মনোনীত হয়ে শুক্রবার ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন ক্রিস। ভিডিওতে ভোট চেয়েছেন অভিনেতা।

তিনি বলেছেন, ‘আমি এবং এক্সট্র্যাকশন অনেকগুলো মনোনয়ন পেয়েছি। অনেক ধন্যবাদ এই সিনেমাটিকে সমর্থন করার জন্য। পিপলস চয়েস অ্যাওয়ার্ড আমার জন্য খুবই স্পেশাল। কারণ এটা ভক্তদের ভোটে হয়, মানুষের ভোটে হয়।’

হেমসওর্থ আরও বলেন, ‘আমরা আপনাদের ছাড়া বেকার- ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ!’

১৫ নভেম্বর ক্যালিফোর্নিয়া থেকে লাইভে সম্প্রচার করা হবে অ্যাওয়ার্ড শো-টি।

স্ট্রিমিং প্ল্যাটফর্মে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার দেখা সিনেমা ‘এক্সট্র্যাকশন।’ মুক্তির প্রথম মাসে ছবিটি ৯৯ মিলিয়ন ভিউ পেয়েছে। ‘বার্ড বক্স’ এবং ‘দ্য হুইচার’কেও পেছনে ফেলেছে ‘এক্সট্র্যাকশন।’

নেটফ্লিক্সের সঙ্গে আরও চার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিস হেমসওর্থ। এছাড়াও অস্ট্রেলিয়ার তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে তার। কইমই