চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

একশ ‘বসন্ত’ বাঁচলেন রাইজি

বয়স হয়েছিল ১০০ বছর ১৩৯ দিন। মৃত্যুর আগে ছিলেন সবচেয়ে বেশি বয়সী জীবিত প্রথম শ্রেণির ক্রিকেটার। শনিবার যেখানে বেদনার যতি পড়ে গেল। এদিন মুম্বাইয়ে মারা গেছেন একশ ‘বসন্ত’ বাঁচা ভারতীয় সাবেক ক্রিকেটার বসন্ত রাইজি।

প্রথম শ্রেণির ক্যারিয়ারও খুব সমৃদ্ধ ছিল না রাইজির। মাত্র ৯ ম্যাচের যাত্রা। সেখানে ১৪ ইনিংসে ২৩.০৮ গড়ে ২৭৭ রান, দুই ফিফটি, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৬৮ রানের। ১৯৩৯-৪০ থেকে ১৯৪৯-৫০ মৌসুম পর্যন্ত লড়াইয়ের ক্যারিয়ার।

অভিষেক ম্যাচে তিনি খেলেছিলেন সিকে নাইডু, অমরনাথ, বিজয় হাজারের মতো কিংবদন্তির সতীর্থ হয়ে। গত ২৬ জানুয়ারি যখন সেঞ্চুরি পূর্ণ করেন বয়সের, তার চারপাশে বসেছিল কিংবদন্তিদের মেলা। রাইজিকে সেদিন শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন শচীন টেন্ডুলকার, স্টিভ ওয়াহ, সুনীল গাভাস্কাররা।

ইংলিশ ক্রিকেটার জন মানার্স গত ৭ মার্চে চলে গেলেন। তারপর রাইজিই ছিলেন সবচেয়ে বেশি বয়সী জীবিত ক্রিকেটার। এখন জীবিতদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী প্রথম শ্রেণির ক্রিকেটার থাকলেন অ্যালান বার্জেস। ১৯২০ সালের ১মে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জন্ম তার।