চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

একদিনে সর্বোচ্চ শনাক্ত দেখল সৌদি আরব

করোনাভাইরাস

করোনাভাইরাস মহামারি শুরুর দুই বছর পর একদিনে নিজেদের সর্বোচ্চ রোগী পেয়েছে সৌদি আরব। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ৫ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বুধবার শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৫ হাজার ৩৬২ জন। এই সময় মৃত্যু হয়েছে দুই জনের।

এরই মধ্যে দেশটিতে করোনা মোকাবেলায় মাস্ক পরিধান এবং শারীরিক দূরত্ব বজায় রাখার উপর কড়া নজরদারি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীসহ একাধিক সংস্থা।

পাড়া মহল্লার দোকান থেকে সুপার মার্কেটে স্থাপন করা হয়েছে শরীরের তাপমাত্রা পরিমাপক যন্ত্র। ছোট-বড় মল ও সুপার মার্কেটে কোভিড ১৯ ভাইরাসের ভ্যকসিন গ্রহণের প্রমাণ ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকেই। আইন লঙ্ঘনকারীদের সম্মুখীন হতে হচ্ছে জেল ও মোটা অঙ্কের জরিমানার।