চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

একদিনে ভ্যাকসিন নিয়েছে ২ লাখ ৯৬ হাজার মানুষ

দেশে আজ একদিনে ভ্যাকসিন নিয়েছে ২ লাখ ৯৬ হাজার ৮৬৬ মানুষ। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছে ২৩ হাজার ৮৩৮ জন, দ্বিতীয় ডোজ ২ হাজার ৪৪ জন।

সিনেফার্মের প্রথম ডোজ নিয়েছে ১ লাখ ৬০ হাজার ৯৬৫ জন, দ্বিতীয় ডোজ নিয়েছে ৮৭ হাজার  ৫১৫ জন এবং মডার্নার দ্বিতীয় ডোজ নিয়েছে ২২ হাজার ৫০৪ জন।

এ পর্যন্ত দেশে মোট ৩ কোটি ৫৪ লাখ ৫৫ হাজার ৯০৫ ডোজ করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে। যেখানে প্রথম ডোজ ২ কোটি ১৩ লাখ ২৪ হাজার ১৮ এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ১ কোটি ৪১ লাখ ৩১ হাজার ৮৮৭ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ হয়েছে ১ কোটি ২৩ লাখ ৮১ হাজার ১৩৮ ডোজ। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগ হয়েছে ১ লাখ ৩১১ ডোজ।

চীনের সিনোফার্মের ভ্যাকসিন প্রয়োগ হয়েছে ১ কোটি ৮০ লাখ ৯২ হাজার ৬৬৫ ডোজ। আর মডার্নার ভ্যাকসিন প্রয়োগ হয়েছে ৪৮ লাখ ৮১ হাজার ৭৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ১৬ লাখ ১৬ হাজার ৬৬৭ জন করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছে।

এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ১০ লাখ ৫২ হাজার ৩৬০ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৬৪ হাজার ৩০৭ জন নিবন্ধন করেছেন।