চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

একদিনে ভ্যাকসিন নিলেন ৪ লাখ ১৮ হাজার মানুষ

করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন কর্মসূচির আওতায় রোববার ভ্যাকসিন নিয়েছেন ৪ লাখ ১৮ হাজার ২৯১ জন মানুষ।

এরমধ্যে প্রথম ডোজ রয়েছে ২ লাখ ১৮ হাজার ৫১ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ লাখ  ২৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ভ্যাকসিন বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুরুর পর থেকে দেশে এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে ২ কোটি ৬১ লাখ ২৯ হাজার ১৮৭ ডোজ। এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৮২ লাখ ৮৯ হাজার ১৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭৮ লাখ ৪০ হাজার ১৬৯ জন।

শুধু রোববার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ১ হাজার ৪৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯ হাজার ৮১৫ জন। ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৪২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৭ জনকে।

সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ২ হাজার ৯০৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ২৬ হাজার ৮০১ জন। মডার্নার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৩ হাজার ৫৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৩ হাজার ৫৭৭ জনকে।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়। গত ৮ এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে।