চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

একদিনে ভ্যাকসিন নিলেন আরও ১ লাখ ৮৩ হাজার মানুষ

দেশে রোববার করোনা ভ্যাকসিন কর্মসূচির আওতায় আরও ১ লাখ ৮৩ হাজার ৬১২ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। আর এ পর্যন্ত সারাদেশে ভ্যাকসিন দেওয়া হয়েছে চার কোটি ৩০ লাখ ৬৭২ ডোজ।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন। আর শুধু রোববার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৭৮ জনকে।

পাশাপাশি রোববার ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে  ৭৮০ জনকে আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৫০ হাজার ৯২ জনকে।

৯ লাখ ১৯ হাজার ৭৬৭ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ২ লাখ ৫ হাজার ৯০৩ ডোজ, আর রোববার দেওয়া হয়েছে ৪৫ হাজার ৪৪৪ ডোজ।

তাছাড়া টিকার জন্য এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ১ কোটি ৮ লাখ ২ হাজার ৬৪৮জন।