চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

একতাবদ্ধ হয়ে সহিংসতা মোকাবেলা করুন: ইইউ

হোসেনী দালানে বোমা হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)।

ঢাকায় ইইউ প্রতিনিধিদের প্রধানের পাঠানো বিবৃতিতে হোসেনী দালানে বোমা হামলার ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানো হয়।

বিবৃতিতে ইইউ প্রতিনিধিদলের প্রধান পিয়েরে মায়াউডন আশুরায় পুরান ঢাকায় চালানো হামলার তীব্র নিন্দা জানান। বাংলাদেশ একতাবদ্ধভাবে সহিংসতা মোকাবেলা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশের আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি দোষীদের আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইইউ বাংলাদেশ প্রধান।

এর আগে গতকাল বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনার টুইটারে হোসেনী দালানে বোমা বিস্ফোরণের নিন্দা জানান ।