শুক্রবার শেষ ফাল্গুনের বৃষ্টি স্বস্তি এনেছে নগরবাসীর মনে। অার সেই স্বস্তির আবেশ আরো বাড়িয়ে দিয়েছে শনিবার সকালের বৃষ্টি। তবে এমন অসময়ের বৃষ্টিতে অনেককেই পড়তে হয়েছে ভোগান্তিতে। বিশেষ করে যানজট অার জলাবদ্ধতা।
শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত বৃষ্টির পরিমাণ রের্কড করা হয়েছে ৩৮ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টি আরো দু’দিন থাকতে পারে।
চ্যানেল আই অনলাইন পাঠকদের জন্য বৃষ্টির কিছু মুহূর্ত















