চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এই নারীদের দ্রুত উদ্ধার করতে হবে: আফগান নারীদের পাশে অ্যানিস্টন

আফগানিস্তানে তালেবানদের উত্থানে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আফগান নারীরা অনিশ্চয়তা এবং ভয় নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন। এই কঠিন পরিস্থিতিতে আফগান নারীদের পাশে দাঁড়ালেন হলিউড তারকা জেনিফার অ্যানিস্টন।

ইনস্টাগ্রামে বেশ কয়েকটি স্টোরি শেয়ার করেছেন অ্যানিস্টন যেগুলোতে ভক্তদেরকে আফগান নারীদের জন্য অনুদান দিয়ে সহায়তা করার অনুরোধ করেছেন অভিনেত্রী। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত মালালা ইউসুফজাই-এর আর্টিকেল শেয়ার করে অ্যানিস্টন লিখেছেন, ‘আফগানিস্তানে নারী ও মেয়েদের পিছিয়ে রাখা একটি ভয়ংকর পদক্ষেপ। ভক্তরা এই নারীদের জন্য অনুদান দিয়ে সাহায্য করতে পারেন।’

আরেকটি পোস্টে অ্যানিস্টন লিখেছেন, ‘যেই নারী স্বেচ্ছাসেবকরা আফগানিস্তানের অন্য নারীদের নিরাপত্তা রক্ষা ও অধিকার আদায়ের জন্য লড়ছেন, তাদের জন্য সাহায্য পাঠানো দরকার। এই নারী ও তাদের পরিবারদের দ্রুত উদ্ধার করতে হবে।’

১৯৯৬-২০০১ সালের শাসনামলে তালেবান নারীদের স্কুল ও কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পুরুষ আত্মীয় ছাড়া নারীদের বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল। এমনকি বাইরে বের হওয়ার সময় নারীদের চেহারা দেখানো পুরোপুরি নিষিদ্ধ ছিল। পিঙ্ক ভিলা