চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এইবার অন্তত আসামীদের ধরুন

দেশে একটার পর একটা হত্যাকাণ্ড আর হত্যাচেষ্টার ঘটনা ঘটেই চলেছে। এখন দেশের সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনরা সকলেই চান এই সব অপরাধের বিচার। সেই বিষয়েই এবার ফেসবুকে পোষ্ট দিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

নিজের ফেসবুকে তিনি লিখেন, সকালে উঠেই খবরে কাগজে দেখলাম সিসিটিভি ফুটেজে দীপনের সম্ভাব্য হত্যাকারীদের চিহ্নিত করার কথা বলা হচ্ছে। সরকার এবং পুলিশ ভাইদের প্রতি অনুরোধ, এইবার অন্তত আসামীদের ধরেন, বিচার করেন।

এরপর তিনি আরো লিখেন, সুবিধাজনক হলে জঙ্গি আছে আর অসুবিধাজনক হলে জঙ্গি নাই বললে এই সমস্যার সমাধান হবে না । সুতরাং সব কিছু নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই রাশ টানেন।

এরপর বাংলাদেশ প্রতিদিনের কথা টেনে এনে তিনি লিখেন, কিছুদিন আগে বাংলাদেশ প্রতিদিনে লিখেছিলাম, ছোটবেলায় নাখালপাড়ার মোড়ের দোকানে আস্তিক-নাস্তিকের কত বিতর্ক দেখেছি। বিতর্ক শেষে একসাথে চা-মুড়ি খেয়ে যে যার বাড়ী চলে গেছে। ঠিক কবে থেকে এটা আমরা বিশ্বাস করতে শুরু করলাম ‘নাস্তিকদের মেরে ফেলতে হবে’? এবং কেবল যে নাস্তিক মরছে তা না, এই ন্যারেটিভের আড়ালে আস্তিক, পীর, পুলিশ সবাই মরছে।

এরপর নিজের স্ট্যাটাসে এইসব ভেদাভেদ ভুলে যাওয়ারও আহবান জানান এই গুণী নির্মাতা।

তিনি লিখেন, ‘তাই এখানে পুনরায় বলতে চাই, এই ধর্ম-অধর্ম বা আস্তিক-নাস্তিকের যুদ্ধের ন্যারেটিভটা তৈরি করা হয়েছে একটা বিশেষ উদ্দেশ্যে, সমাজে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াইকে এই ছদ্ম যুদ্ধের আড়ালে চালিয়ে দেয়া হয়েছে ।

এই যুদ্ধ এই সমাজে জায়গা পেলো কিভাবে এটা খুঁজি সবাই আসেন। এখানে আমাদের কি কি ভুল আছে সেটা উপলব্ধি করি। এটা উড়িয়ে দিতে না পারলে সমূহ বিপদ।’