চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এইচপি ছাড়লেন হেলমট, কোচের খোঁজে বিসিবি

পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন সাইমন হেলমট। এ অস্ট্রেলিয়ান তিন মৌসুম কাজ করেছেন দেশের সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে।

২০১৯ সালের এইচপি ক্যাম্প শেষ করে দেশে ফিরে যাচ্ছেন হেলমট। তার সঙ্গে বিসিবির চুক্তি ছিল তিন বছরের।

পরবর্তী এইচপি কার্যক্রম শুরু হবে আসছে মে মাসে। বিসিবি শিগগিরই প্রধান কোচ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। সেখানে আবেদনের জন্য হেলমটের দরজা খোলা থাকবে বলে জানান বিসিবির এক কর্মকর্তা।

বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ কাওসার জানান, তাদের ভাবনায় এমন কেউ থাকবেন ‍যিনি অন্তত ২-৩ বছর কাজ করতে আগ্রহী হবেন। তিনি বলেন, ‘বিসিবি হয়ত এমন কাউকে নিতে চাইবে যিনি দীর্ঘমেয়াদে কোচ হতে আগ্রহী থাকবেন। এইচপি পর্যায়ে কয়েকটা মৌসুম কাজ না করলে আউটপুট বেশি পাওয়া যায়।’

এইচপির কোচ হিসেবে ২০১৬ সালে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হন হেলমট। কাজ শুরুর কথা ছিল ওই বছরের জুলাইয়ে। গুলশান ট্র্যাজেডির কারণে নিরাপত্তা ঝুঁকির কথা বলে শেষপর্যন্ত আসেননি তিনি। পরে মেয়াদ বাড়িয়ে পরবর্তী তিন বছরের জন্য দেয়া হয় দায়িত্ব।

কর্মদিবস অনুযায়ী বেতন পেতেন হেলমট। যে কারণে আইপিএল, সিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কোচ হিসেবে দেখা যেত তাকে।