চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এইচএসসিতে পাসের হারে এবারও মেয়েরা এগিয়ে

বিগত কয়েক বছরের মতো এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলেও ছেলেদের থেকে পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে।

রোববার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে জানা যায়, মেয়েরা ৭০.৪৩ শতাংশ পাস করেছে, আর ছেলেদের পাসের হার ৬৭.৬১শতাংশ। তবে গত বছরের তুলনায় মেয়েদের পাসের হার কমেছে, গতবছর মেয়েদের পাসের হার ছিলো ৭৫.৬০শতাংশ।

দেশের সবগুলো বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬৮.৯১ শতাংশ। যা  গত বছরের তুলনায় ৫.৭৯ শতাংশ কম। আর আটটি বোর্ডের পাসের হার ৬৬.৮৪ শতাংশ।

তবে এবার ব্যাপকভাবে কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। আগের বছরের তুলনায় এবার ২৫ হাজারের বেশি জিপিএ-৫ কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২শ’ ৪২ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ৫৮ হাজার ২৭৬ জন।

অন্যদিকে মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৭.২ শতাংশ।এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮শ’ ১৫। কারিগরি বোর্ডে পাসের হার ৮১.৩৩ শতাংশ। এই বোর্ডে ২ হাজার ৬৬৯ জন জিপিএ-৫ পেয়েছে।

রাজশাহী বোর্ডে পাসের হার ৭১.৩০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৯৪ শিক্ষার্থী। দিনাজপুর বোর্ডের পাসের হার ৬৫.৪৪ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৮৭ জন।

বরিশাল বোর্ডের পাসের হার ৭০.২৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮শ’১৫ জন। সিলেট বোর্ডের পাসের হার ৭২ শতাংশ, এখানে জিপিএ-৫ পেয়েছে ৭’শ জন।

এবছর শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫৩২টি।