চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার বিষয়ে সর্বশেষ যা জানালেন শিক্ষা সচিব

এইচএসসি পরীক্ষা গ্রহণের সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি। সিদ্ধান্ত নেওয়া হলে পরীক্ষা গ্রহণের দুই সপ্তাহ আগে সবাইকে জানানো হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

সামাজিক মাধ্যমে এইচএসসি পরীক্ষা বিষয়ে ছড়িয়ে পড়া নানান বক্তব্যের প্রেক্ষিতে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সচিব বলেন, আপাতত ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। তারপরের সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি। তবে এইচএসসি পরীক্ষা নেয়ার সকল প্রস্তুতি নেয়া আছে। সিদ্ধান্ত হলেই তা নেওয়া হবে এবং আগেই শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

তিনি আরও জানান, প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে সেন্টার সংখ্যা বাড়িয়ে পরীক্ষা নেয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে কিনা তা জানতে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে।

গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে সৃষ্ট পরিস্থিতিতে তা স্থগিত হয়ে যায়। এই পরিস্থিতিতে গত ১৭ মর্চ থেকে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও।