চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঋণখেলাপিরা খারাপ মানুষ নয়: শিল্পমন্ত্রী

ঋণখেলাপিরা খারাপ মানুষ নয় বলে মনে করেন শিল্পমন্ত্রী। তবে তিনি বলেছেন, ঋণখেলাপি হয়ে কেউ ব্যবসা প্রতিষ্ঠান ফেলে চলে গেছে কি না, সেটি বিচার করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, যাদের রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার দেয়া হচ্ছে তাদের কারো ঋণ বা কর কেলেঙ্কারি নেই।

দেশের ব্যাংকগুলোতে তারল্য সংকটের কারণ হিসেবে সম্প্রতি ঋণখেলাপিরা আবারো আলোচনায়। শীর্ষ ৩শ’ খেলাপির কাছে ঋণের পরিমাণ ৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। সংসদে বাজেট আলোচনায় শীর্ষ ১০ খেলাপির তালিকাও প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার প্রদানকে ঘিরে সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী বলেন, যেসব প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে তাদের কোনো কেলেঙ্কারি নেই।

তার মতে, ঋণ নিয়ে বড় প্রতিষ্ঠান হয়। ঋণ নেয়া দোষের কিছু নয়। তবে ঋণ ফেরত না দিয়ে ব্যবসা ফেলে যাওয়া অর্থনীতির জন্য ক্ষতিকর।

এবার শিল্প পুরস্কারের জন্য ৬ ক্যাটাগরিতে ১৪টি প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার দেয়া হচ্ছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: