চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

উয়েফার বিচারে মেসি-নেইমার কোথায়?

ইউরোপ সেরা ফুটবলারদের তালিকায়, মানে উয়েফার বিচারে লিওনেল মেসি কত নম্বরে? অবিশ্বাস্য, মেসি সেখানে নামতে নামতে পাঁচ নম্বর। এক নম্বর লুকা মদ্রিচ যেখানে ৩১৩ পয়েন্ট পেয়েছেন, সেখানে আর্জেন্টাইন তারকার পয়েন্ট মাত্র ৫৫।

তালিকার পাঁচ নম্বরে মেসিকে খুঁজে পাওয়া গেলেও নেইমার কোথায়? প্রথম দশ নম্বরের তালিকাতেই যে নেই পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার।

বৃহস্পতিবার উয়েফা ঘোষিত সেরা খেলোয়াড় মদ্রিচ পেয়েছেন ৩১৩ ভোট। দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর ভোট ২২৩। তিনে থাকা লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ’র ভোট ১৩৪টি। ৭২ ভোট নিয়ে চার নম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড অ্যান্থনিও গ্রিজম্যান। এরপরই ৫৫ ভোট নিয়ে মেসি।

শীর্ষ দশে থাকা আরেক ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে পেয়েছেন ৪৩ ভোট। ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন ঝুলিতে গেছে ২৮ ভোট। ফরাসি ডিফেন্সিভ মিডফিল্ডার রাফায়েল ভারান পেয়েছেন ২৩ ভোট। এডেন হ্যাজার্ড ১৫ এবং রিয়াল ও স্পেন অধিনায়ক সার্জিও রামোসের নামের পাশে ১২ ভোট।

দেখা যাচ্ছে, শীর্ষ ১০ জনের মধ্যে খাঁটি ডিফেন্ডার রামোস একাই। তিনি উয়েফার সেরা ডিফেন্ডারের পুরষ্কার জিতেছেন। সেরা ফরোয়ার্ড রোনালদো, মিডফিল্ডার লুকা মদ্রিচ এবং সেরা গোলকিপার রিয়ালেরই কেইলর নাভাস।

এই তালিকা একটা বিষয় স্পষ্ট করেছে, ফিফার ‘দ্য বেস্ট’ পুরষ্কারেও এবার মেসি-রোনালদোর যুগ শেষ হতে পারে। সেখানে নেইমার তো থাকছেনই না।